Study cost in china - চায়নাতে পড়াশোনার যাবতীয় খরচ 💲💰
আজকে লিখবো চীনে আসার যাবতীয় খরচ সম্পর্কে , এটা একটা খুব কমন প্রশ্ন । মূলত চাইনিজ স্কলারশীপ এই আগ্রহের কেন্দ্র বিন্দু । তাই সবাই চায় এই সুযোগ টা লুফে নিতে । কথা না বাড়িয়ে চলে যাই কাজের কথায় ।
প্রশ্ন ০১) কত টাকা খরচ হবে?
উত্তর: ১.খরচের মধ্যে প্রধান খরচ হচ্ছে আপনার পেপারস প্রস্তুত করতে, যেমন-পাসপোর্ট এর জন্য ৩৪৫০ টাকা,পুলিশ ক্লিয়ারেন্স এর জন্য ৫০০ টাকা + পুলিশকে যত টাকা দিয়ে খুশি করতে পারেন,মেডিকেলের জন্য ৭০০০ টাকা,ইংলিশ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট এর জন্য ৩০০০ টাকা,কলেজের রেজিস্টার অফিসের কিছু খরচ মোটামুটি ২০০০০ টাকা মত ধরে রাখেন পেপারস প্রস্তুত করতে।
১,১) নোটারি : অনেক ইউনিভার্সিটি আবেদনকারীদের যাবতীয় সার্টিফিকেট নোটারী করে সাবমিট করতে বলে। সে ক্ষেত্রে আপনি আপনার যাবতীয় পেপারস নিয়ে চলে যাবেন আপনার
এলাকার আদালত এরিয়া তে সেখানে যেকোন এডভোকেট থেকে আমার নোটারি করতে প্রতি পেপার 20 টাকা লেগেছে।
০২) বিশ্ববিদ্যালয়ের আবেদন ফিঃএরপর আপনাকে এপ্লিকেশন ফিস বাবদ ১০০০০ টাকা খরচ করতে হবে একটি বিশ্ববিদ্যালয় এ এপ্লাই করতে।যত বেশি বিশ্ববিদ্যালয়ে এপ্লাই করবেন তত বেশি টাকা খরচ হবে। ) ইউনিভার্সিটি ফিস: এটা মূলত ইউনিভার্সিটি ভেদে ভিন্ন হয় পার্শিয়াল স্কলারশিপে সর্বনিন্ম পঞ্চাশ হাজার থেকে সর্বোচ্চ দেড়লাখ হয়ে থাকে ব্যাচেলর এ আর সেলফ ফান্ডে আড়াই থেকে তিন লাখ লাগে বছরে।
০৩)কুরিয়ার চার্জ : অনেক ইউনিভার্সিটি এপ্লিকেন্ট দের যাবতীয় ডকুমেন্টস এর হার্ড কপি পাঠাতে বলে । ডাক যোগে পাঠালে ২০০০-২৫০০ টাকা লাগবে ,DHL পাঠাতে ৩৫০০ এর মতো খরচ পড়বে।
০৪) দূতাবাস ফি ;এরপর বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার পর চায়নিজ দূতাবাস এ ভিসার জন্য এপ্লাই করতে ৫৬৫০ টাকা লাগে। ভিসা পেলে এয়ার টিকেট এর জন্য ৫০০০০ টাকা (কিছু কম বেশি হতে পারে)।
০৫)সার্ভিস চার্জ: চায়নাতে আপনাকে নিয়ে আসার জন্য যদি কোন এজেন্সি কাজ করে বা আপনি যদি কারো মাধ্যমে আসেন তাহলে তাদের একটা সার্ভিস চার্জ আছে। এটা র নির্দিষ্ট কোন সীমা নেই । আপনি যার সার্ভিস নিবেন সম্পূর্ণ তার ব্যাপার এটা মুখ্য বিষয় না। আর যদি নিজে এপ্লাই করেন তাহলে এটা দেওয়ার কোনো চিন্তা নেই।একবার এপ্লাই ফিস পে করলে ইউনিভার্সিটি যাবতীয় কাগজ কুরিয়ার করে পাঠিয়ে দিবে।
০৬)এয়ার কস্ট : এটার নির্দিষ্ট কোন এমাউন্ট নেই ইকোনমি ক্লাসের টিকেট ৩০-৩৫ হাজারে পাওয়া যায় নরমালি তবে এয়ার লাইন্স ভেদে দামের ভিন্নতা আছে এবং ফ্যাসিলিটিজ এর উপর ভিত্তি করে কম বেশী হতে পারে।
০৭ ) থাকা খাওয়া খরচ: চায়নাতে আসার পর আপনার কমন খরচ (থাকা+খাওয়া)।আর এ জন্য প্রত্যেক মাসে মোটামুটি আপনার ১০০০০ টাকা খরচ হবে(এটা কম বেশি আপনার লাইফ স্টাইল এবং আপনি কোন শহর এ থাকবেন তার উপর নির্ভর করে)
এরপর আপনার বিশ্ববিদ্যালয়ের টিউশন ফিস আছে,ডরমিটরি ফিস আছে(এটা বিভিন্ন বিশ্ববিদ্যালয় এ বিভিন্ন রকম)।
০৮) ভিসা এক্সটেনশন ও মেডিকেল ইন্সুরেন্স খরচ); চায়নাতে আসার পর প্রত্যেক বছর আপনাকে মেডিকেল করতে ৫০০০ টাকা,ভিসা এক্সটেনশন করতে ১০০০০ টাকা,মেডিকেল ইন্সুরেন্স এর জন্য ১০০০০ টাকা খরচ করতে হবে।(কম বেশি হতে পারে))✅✅✅
উপরোক্ত পোস্ট এ আমি মৌলিক খরচ গুলো তুলে ধরার চেষ্টা করেছি। আশা করছি উপকৃত হবেন। সবাই ভালো থাকবেন । https://www.youtube.com/watch?v=smbhkPU3-B8&t=21s
জায়িদ সাবিত প্রান্ত Jaeid Sabit Pranto
Bsc in EEE
Jack Ma Global Education Consultancy
নোটারি কি অরিজিনাল কপিতে করতে হয় ভাইয়া?
ReplyDeleteঅন্য দেশে যেতে চাইল কোন ভিসাতে যেতে হয়?
টুরিষ্ট নাকি ষ্টুডেন্ট?
বিস্তারিত জানানোর অনুরোধ রইলো।
ধন্যবাদ