চায়নাতে পড়াশোনা সম্পর্কে খুঁটিনাটি বিষয় । ১০০% স্কলারশিপ নিয়ে পড়াশোনা করতে যেতে ?
How to get china student visa from Bangladesh with scholarship । A to Z Procedure ✈️ |
আপনি যদি চায়নাতে ১০০% স্কলারশিপ নিয়ে পড়াশোনা করতে যেতে চান তাহলে এই পোস্ট টি আপনার জন্য । চায়নাতে পড়াশোনা সম্পর্কে খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে ।
চায়নাতে স্কলারশিপ অথবা স্কলারশিপ বাদে , আবেদন করতে হলে ধারাবাহিক ভাবে আপনাকে যা যা করতে হবে, তা নিচের দেয়া ভিডিও দেখুন ।
অথবা আরো বিস্তারিত পড়ুন নিচের আর্টিকেল থেকে…
আমি চায়নাতে আসার পর অনেকে আমায় প্রশ্ন করে-ভাইয়া আমি চায়নাতে পড়তে যেতে চাই,এখন কি করতে হবে,কোথায় যেতে হবে,কাগজপত্র কি লাগবে,কত টাকা খরচ হবে,স্কলারশিপ পাওয়া যাবে কিনা,স্কলারশিপ পেলে আমার কত টাকা খরচ হবে,চায়না গিয়ে পড়ালেখার পাশাপাশি জব করতে পারব কিনা,চায়নিজ বিশ্ববিদ্যালয়ের পড়ালেখার মান কেমন,চায়নিজ সার্টিফিকেটের দাম কেমন/চায়নার সার্টিফিকেট দিয়ে কোন জব হবে কিনা,চায়নাতে জব হবে কিনা,কোথায় এবং কিভাবে আবেদন করব,চায়না থেকে ইউরোপ/আামেরিকা বা অন্যান্য দেশে যেতে পারব কিনা,বিশ্ববিদ্যালয়ের র্র্যাংক কত??????? ইত্যাদি ইত্যাদি......
সময়ের অভাবে অনেক সময় যথাযথ উত্তর দিতে পারি না।এখন বিশ্ববিদ্যালয়ের শীতকালীন অবকাশ চলছে,তাই ভাবলাম, চায়নাতে লেখাপড়া নিয়ে এই সকল প্রশ্নের উত্তর যথাযথভাবে দেওয়া উচিত।
সময়ের অভাবে অনেক সময় যথাযথ উত্তর দিতে পারি না।এখন বিশ্ববিদ্যালয়ের শীতকালীন অবকাশ চলছে,তাই ভাবলাম, চায়নাতে লেখাপড়া নিয়ে এই সকল প্রশ্নের উত্তর যথাযথভাবে দেওয়া উচিত।
প্রশ্ন-১.চায়নাতে পড়তে যেতে চাই
উত্তর : স্বাগতম।
উত্তর : স্বাগতম।
প্রশ্ন-২.এখন কি করতে হবে,কোথায় যেতে হবে?
উত্তর :কাগজপত্র প্রস্তুত করতে হবে,আর এই কাগজ পত্র যেখানে যেখানে গেলে পাওয়া যাবে আপনাকে ঠিক সেখানে সেখানে যেতে হবে।
প্রশ্ন-৩.কাগজপত্র কি লাগবে?
উত্তর :
১.পাসপোর্ট
২.আপনার ছবি
৩.আপনার শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট এবং মার্কশিট (ডিপ্লোমা প্রোগ্রাম এ এপ্লাই করলে শুধু এস.এস.সি, ব্যাচেলর প্রোগ্রাম এ এপ্লাই করলে এস.এস.সি+ইনটার মিডিয়েট অথবা ডিপ্লোমা, মাস্টারস প্রোগ্রাম এ এপ্লাই করলে এস.এস.সি+ইনটার মিডিয়েট অথবা ডিপ্লোমা+ব্যাচেলর, পি.এস.ডি তে এপ্লাই করলে এস.এস.সি+ইনটার মিডিয়েট অথবা ডিপ্লোমা+ব্যাচেলর+মাস্টারস)
৪.ইংলিশ প্রফিসিয়েনসি সার্টিফিকেট(আপনার শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অথবা কোন রেপুটেড শিক্ষাপ্রতিষ্ঠান যেখানে ইংলিস এর উপর কোর্স করানো হয়) / আইইএলটিএস(ব্যাচেলর ৫.৫,মাস্টারস ৬.০,পি.এস.ডি ৬.৫)
আর চায়নিজ ভার্সন এ পড়লে চায়না তে আসার পর চায়নিজ ল্যাংগুয়েজ শিখতে হবে তারপর আপনার পছন্দের বিষয়ে পড়তে পারবেন।
আপনার ইংলিশ এর উপর দক্ষতা না থাকলেও বিভিন্ন মাধ্যম ধরে আসতে পারবেন কিন্তু আসার পরে বুঝবেন আপনার আসা ঠিক হয়নি।
৫.দুইটা রিকমেন্ডেশন লেটার লাগবে প্রফেসরের থেকে(আপনার শিক্ষাপ্রতিষ্ঠান এর যেকোন ২ জন, এখানে স্যার আপনার সম্পর্কে কিছু গুনগান লিখে দিবে)
৬.পুলিশ ক্লিয়ারেন্স লাগবে(এটা আপনার থানায় গেলেই হবে,কি করতে হবে থানায় গেলে সব বলে দিবে)
৭.মেডিকেল সার্টিফিকেট (অনলাইন থেকে একটা মেডিকেল ফরম ডাউনলোড করবেন যেটা চায়নার জন্য প্রযোয্য,অনলাইন থেকে নিয়ে কোন মেডিকেল এ গিয়ে দেখালেই কতৃপক্ষ যা যা করতে হবে করবে এবং ডাক্তার সব রিপোর্ট দেখে আপনার ফরম টি পূরন করে দিবে,চায়নিজ দূতাবাসের জন্য ঢাকার ইউনাইটেড হসপিটাল থেকে মেডিকেল করতে হয়।
৮.ব্যাংক স্ট্যাটম্যান্ট(এজন্য আপনার ব্যাংকে একটি অ্যাকাউন্ট থাকতে হবে এবং চায়না তে আসার জন্য অ্যাকাউন্ট এ আপনার পড়ালেখার জন্য যত টাকা খরচ হবে তার সমপরিমাণ অথবা বেশি টাকা থাকতে হবে)
৯.ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট (ব্যাংক এ আপনার টাকা থাকতে হবে এবং আপনার ব্যাংকের লেনদেনের উপর নির্ভর করে এই সার্টিফিকেট ব্যাংক থেকে পাবেন)
বি:দ্র:বিভিন্ন এজেন্সি এর মাধ্যমে যারা আাসে,তাদের সবগুলো পেপারস না থাকলেও হয়।কারণ,এজেন্সি গুলো তাদের প্রয়োজনীয় পেপারস প্রস্তুত করে দেয় আর বিনিময়ে আপনার থেকে মোটা অংকের টাকা আয় করে নেয়।এজেন্সি ভাল খারাপ সব রকমই আছে তবে প্রতারক এর পরিমাণই বেশি।তাই এজেন্সি হতে সাবধান।কোন সাহায্য লাগলে চায়নাতে পরিচিত যারা আছে তাদের সাথে যোগাযোগ করুন।চায়না তে যে সকল ভাই আছে তারা সবাই যে ১০০% সৎ,মহান এমনটাও না।তবে চিটার পোলাপান হতে সাবধান।চায়নাতে চিটার পোলাপানের অভাব নাই।
প্রশ্ন-৪.কত টাকা খরচ হবে?
উত্তর: ১.খরচের মধ্যে প্রধান খরচ হচ্ছে আপনার পেপারস প্রস্তুত করতে, যেমন-পাসপোর্ট এর জন্য ৩৪৫০ টাকা,পুলিশ ক্লিয়ারেন্স এর জন্য ৫০০ টাকা + পুলিশকে যত টাকা দিয়ে খুশি করতে পারেন,মেডিকেলের জন্য ৭০০০ টাকা,ইংলিশ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট এর জন্য ৩০০০ টাকা,কলেজের রেজিস্টার অফিসের কিছু খরচ মোটামুটি ২০০০০ টাকা মত ধরে রাখেন পেপারস প্রস্তুত করতে।
২.এরপর আপনাকে এপ্লিকেশন ফিস বাবদ ১০০০০ টাকা খরচ করতে হবে একটি বিশ্ববিদ্যালয় এ এপ্লাই করতে।যত বেশি বিশ্ববিদ্যালয়ে এপ্লাই করবেন তত বেশি টাকা খরচ হবে।
৩.এরপর বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার পর চায়নিজ দূতাবাস এ ভিসার জন্য এপ্লাই করতে ৫৬৫০ টাকা লাগে। ভিসা পেলে এয়ার টিকেট এর জন্য ৫০০০০ টাকা (কিছু কম বেশি হতে পারে)।
৪.চায়নাতে আপনাকে নিয়ে আসার জন্য যদি কোন এজেন্সি কাজ করে বা আপনি যদি কারো মাধ্যমে আসেন তাহলে তাদের একটা সার্ভিস চার্জ আছে।
৫.চায়নাতে আসার পর আপনার কমন খরচ (থাকা+খাওয়া)।আর এ জন্য প্রত্যেক মাসে মোটামুটি আপনার ১০০০০ টাকা খরচ হবে(এটা কম বেশি আপনার লাইফ স্টাইল এবং আপনি কোন শহর এ থাকবেন তার উপর নির্ভর করে)
৬.এরপর আপনার বিশ্ববিদ্যালয়ের টিউশন ফিস আছে,ডরমিটরি ফিস আছে(এটা বিভিন্ন বিশ্ববিদ্যালয় এ বিভিন্ন রকম)।
৭.চায়নাতে আসার পর প্রত্যেক বছর আপনাকে মেডিকেল করতে ৫০০০ টাকা,ভিসা এক্সটেনশন করতে ১০০০০ টাকা,মেডিকেল ইন্সুরেন্স এর জন্য ১০০০০ টাকা খরচ করতে হবে।(কম বেশি হতে পারে)
প্রশ্ন-৫.স্কলারশিপ পাওয়া যাবে কিনা?
উত্তর:হ্যা।
প্রশ্ন-৬.স্কলারশিপ পেলে কত টাকা খরচ হবে?
উত্তর:চায়নাতে বিভিন্ন ধরনের স্কলারশিপ আছে।যেমন-
১.কোন স্কলারশিপ আপনার সব (ফুল টিউশন+ ফুল ডরমিটরি) ফিস কভার করবে এবং আপনাকে প্রতি মাসে স্টাইপেন্ড দিবে যা দিয়ে আপনার সব খরচ আপনি বহন করতে পারবেন।,বাড়ি থেকে টাকা নেওয়ার প্রয়োজন হবে না বরং কিছু টাকা বাড়িতে দিতে পারবেন যদি আপনি অপচয় না করেন।এই ধরনের স্কলারশিপ এর মধ্যে অন্যতম হলো চায়নিজ গভারমেন্ট স্কলারশিপ(csc scholarship) । এই স্কলারশিপ এর জন্য আপনি বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয় এর মাধ্যমে অথবা সরাসরি বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারবেন। প্রতি বছর জানুয়ারি -মার্চ এর মধ্যে আবেদন করা যায়(সসময়সীমা কিছুদিন বেশিও পাওয়া যেতে পারে)
২.কিছু স্কলারশিপ আছে যেখানে কোন স্টাইপেন্ড নাই শুধুমাত্র আপনার ফুল টিউশন এবং ফুল ডরমিটরি ফিস কভার করবে সেক্ষেত্রে আপনাকে বাদবাকি সকল খরচ বহন করতে হবে।
৩.কিছু স্কলারশিপ আছে শুধু টিউশন ফিস কভার করবে।আবার কিছু আছে পার্শিয়াল স্কলারশিপ যা আপনার মূল ফিস এর একটা অংশ কভার করবে।স্কলারশিপ পাওয়ার পর বাদবাকি ফিস নিজেকে বহন করতে হবে।
বি:দ্র: চায়নিজ গভারমেন্ট স্কলারশিপ বাদে অন্যান্য স্কলারশিপ গুলো কন্ডিশনাল বা আনকন্ডিশনাল হয়ে থাকে।কন্ডিশনাল স্কলারশিপ মানে হলো আপনাকে পাশ করতে হবে বা নির্দিষ্ট একটা মার্কস পেতে হবে যা আপনাকে আগেই বলে দেওয়া হবে এবং বিশ্ববিদ্যালয় একটা লিষ্ট ধরায় দিবে সেগুলো অক্ষরে অক্ষরে পালন করতে হবে অন্যথায় আপনার স্কলারশিপ বাতিল হয়ে যাবে।আর আনকন্ডিশনাল স্কলারশিপ এর ক্ষেত্রে সবকিছু একই রকম শুধুমাত্র বলাদা হলো আপনি ফেল করলেও স্কলারশিপ বহাল থাকবে।তবে এটা মনে রাখবেন পাশ করতে চায়নাতে ৬০% নম্বর প্রয়োজন।আর সকল স্কলারশিপ এর জন্য অবশ্যই চায়নিজ সরকার ও বিশ্ববিদ্যালয় এর নিয়মকানুন মেনে চলতে হবে,অন্যথায় স্কলারশিপ বাতিল হওয়ার পাশাপাশি আপনাকে এমন ভাবে দেশে পাঠানো হবে যেন আপনি আর কখনও চায়নাতে প্রবেশ না করতে পারেন।
প্রশ্ন-৭.চায়না গিয়ে পড়ালেখার পাশাপাশি জব করতে পারব কিনা?
উত্তর : না।চায়নাতে স্টুডেন্ট ভিসায় জব করা অবৈধ।
প্রশ্ন-৮.চায়নিজ বিশ্ববিদ্যালয়ের মান কেমন এবং পড়াশোনার মান কেমন?
উত্তর :বিশ্ববিদ্যালয়ের মান বিশ্বমানের।স্টুডেন্টদের প্রয়োজনীয় কোন কিছুর অভাব নাই।একেকটা বিশ্ববিদ্যালয় যেন একেকটা মিনি-সিটি।একজন স্টুডেন্ট কোন কাজের জন্য বিশ্ববিদ্যালয়ের বাহিরে যাওয়ার প্রয়োজন নাই,সেটা আপনি যাই বলেন।হসপিটাল,ব্যাংক,সুপারমার্কেট,জিমনেশিয়াম,ইনডোর স্টেডিয়াম,বিশাল বিশাল খেলার মাঠ,এক কথায় একের ভেতর সব।বিশ্ববিদ্যালয়ের ল্যাবগুলো দেখলে মনে হয় একেকটা শিল্প প্রতিষ্ঠান,বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরী গুলো যেন একেকটা পাঁচতারকা হোটেল,আয়তনের দিক দিয়েও অনেক বড়।স্টুডেন্টসদের আবাসিকগুলো যেন একেকটা তারকা হোটেল।
পড়াশোনার মান: বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার মান নির্ভর করে সাধারনত টিচারদের উপর এবং বিশ্ববিদ্যালয়ের পরিবেশের উপর।চায়নিজ স্টুডেন্ট দের ক্ষেত্রে কোন সমস্যা নেই বা চায়নিজ ভার্সন এ পড়লেও কোন সমস্যা নেই।এখানে মান নিয়ে প্রশ্ন করার সুযোগ নেই কিন্তু যারা ইংলিশ ভার্সন এ পড়বে সেক্ষেত্রে চায়নিজ টিচারদের ইংরেজি শুনে আপনি সন্তুষ্ট নাও হতে পারেন(যেহেতু চায়নিজরা ইংরেজিতে একটু দূর্বল।এর মানে এই না যে তারা ইংরেজি পারে না,তারা যা ইংরেজি পারে তা স্টুডেন্টসদের শেখানোর জন্য যথেষ্ঠ । আপনার কাছে যথেষ্ঠ হবে কিনা জানি না তবে আমার জন্য যথেষ্ঠ।আর প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে কম বেশি বিদেশি টিচার আছে।তবে চায়নাতে অধ্যায়নকালে যে যত বেশি সেলফ স্টাডি করবে,সে তত বেশি লাভবান হবে।আর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ দেখে আমি মুগ্ধ।
প্রশ্ন-৯.চায়নিজ সার্টিফিকেটের দাম কেমন/চায়নার সার্টিফিকেট দিয়ে কোন জব হবে কিনা?
উত্তর:সার্টিফিকেট এর দাম বলতে আসলে আপনি কি বুঝেন আমি জানি না। আর যেহেতু আমি এখনও ছাত্র, চাকরী পায়নি সেহেতু অপেক্ষা করেন আমার চাকরী পাওয়া পর্যন্ত।চাকরী পেলে সবাইকে ইনশাল্লাহ বলে দিব চায়নার সার্টিফিকেট এর দাম কত বা দাম আছে কি নাই বা চায়নার সার্টিফিকেট দিয়ে চাকরী আসলে হয় কি হয় না।তবে আগে যারা চায়না থেকে পড়াশোনা শেষ করছে কেও বসে নেই,মোটামোটি সবাই ভাল কিছু করছে (যারা নিয়মিত পড়াশোনা করেছিল,আর আপনি যদি পড়াশোনা না করে বন্ধুবান্ধব,নাইট ক্লাব,আড্ডা,বিয়ার,ঘুম ইত্যাদি করে সময় অপচয় করেন সেটা আপনার ব্যর্থতা। আর চায়নাতে অধ্যয়নরত এমন ছাত্রের অভাব নাই)আরেকটি বিষয় হলো চায়না থেকে আমদানিকৃত প্রডাক্ট আর ঐ সমস্ত অনিয়মিত ছাত্র দের দেখে চায়নিজ প্রডাক্ট আর সার্টিফিকেট বা পড়াশোনার মান নিয়ে মন্তব্য করা বোকামি ছাড়া আর কিছুই না)
প্রশ্ন-১০.চায়নাতে জব হবে কিনা?
উত্তর:আপনি যোগ্য হলে অবশ্যই করতে পারবেন।তবে আপনাকে অবশ্যই চায়নিজ ল্যাংগুয়েজ এ পারদর্শী হতে হবে।
প্রশ্ন-১১.চায়না থেকে ইউরোপ/আামেরিকা বা অন্যান্য দেশে যেতে পারব কিনা?
উত্তর :অবশ্যই যেতে পারবেন,কোন বাধা নেই।
প্রশ্ন-১২.বিশ্ববিদ্যালয়ের র্র্যাংক কত?
উত্তর :প্রত্যেকটা স্টুডেন্ট এর কমন কথাবার্তা বিশ্ববিদ্যালয় এর র্যাংক নিয়ে।যারা র্যাংক নিয়ে নাচানাচি করেন তারা এই নাচানাচি বন্ধ করে পড়াশোনায় মনোযোগী হোন।অনেকের সপ্নই হচ্ছে বিদেশি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা বা পছন্দের কোন সেরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়।তবে আমার দেখা,চায়নাতে আসা ম্যাক্সিমাম স্টুডেন্টরাই দেশে সুযোগ না পেয়ে চায়না এসেছে,ভবিষ্যৎ এ যারা আসবে তারাও একই পথ অনুসরন করবে বলে আমি মনে করি।এমতাবস্থায়, আপনার চাওয়া উচিত একটা ভাল বিশ্ববিদ্যালয় যেটা মান সম্পন্ন।আর আপনি যদি স্কলারশিপ নিয়ে কোন খরচ ছাড়া দেশের বাহিরে পড়তে পারেন তাও আবার ওয়াল্ড এর সেরা সেরা বিশ্ববিদ্যালয়ে সেক্ষেত্রে এটাই আপনার জন্য বড় অর্জন,তাই র্যাংক নিয়ে নাচানাচি করা বন্ধ করুন।তবে হ্যা, র্যাংকিং ভালো হলে সেই বিশ্ববিদ্যালয় এর মান, টিচার কোয়ালিটি অবশ্যই একটা কম র্যাংকের বিশ্ববিদ্যালয় থেকে ভাল।তবে কম র্যাংকের বিশ্ববিদ্যালয় মানে এই না যে সেখানে আপনি কিছু শিখতে পারবেন না,সেখানে আপনার সুযোগ সুবিধা কোন অংশে কম আছে।চায়নার টপ,মিডিল বা লো র্যাংক এর বিশ্ববিদ্যালয় এর মধ্যে একটাই প্রধান পার্থক্য সেটা হলো টিচার কোয়ালিটি,হয়তো কোথাও পিএসডি ডিগ্রিধারী টিচার বেশি কোথাও কম।এছাড়া অন্যান্য সবকিছু মোটামোটি একই।
শেষ প্রশ্ন : কিভাবে আবেদন করতে হবে এবং কখন আবেদন করতে হবে?
উত্তর:চায়নাতে বছরে দুইটা সেমিষ্টার(মার্চ-জুলাই এবং সেপ্টেম্বর-জানুয়ারি)।মূলত চায়নাতে বিশ্ববিদ্যালয়ের সেশন শুরু হয় সেপ্টেম্বর থেকে। চায়নিজ স্টুডেন্টসরা এই সময়ে তাদের ক্লাস শুরু করে।বিদেশি স্টুডেন্টস দের ও একই সময়ে ক্লাস শুরু করতে হয়(প্রথম বর্ষের ক্লাস ১৫ থেকে ২০ দিন বা কিছুদিন দেরিতে হয় তাদের ভর্তির বিভিন্ন প্রক্রিয়া শেষ করার জন্য,বিশ্ববিদ্যালয় ভেদে এটা আলাদা হতে পারে)।বিদেশি স্টুডেন্টসরা মার্চ এ আসতে পারে কিন্তু তাদের মেজর ক্লাস এর জন্য সেপ্টেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে,মার্চ -মেজর ক্লাস শুরুর পূর্ব পর্যন্ত আপনাকে চায়নিজ ল্যাংগুয়েজ এবং কালচার শেখানো হবে।অনেক বিশ্ববিদ্যালয়ে বিদেশি স্টুডেন্টসদের মেজর ক্লাস মার্চ থেকে শুরু হয়।এমন বিশ্ববিদ্যালয়ের সংখ্যা খুবই কম।আপনি যদি মার্চে আসতে চান তাহলে তার আগের বছরের ডিসেম্বর এর মধ্যে আবেদন করতে হবে।আট আপনি যদি সেপ্টেম্বরে আসতে চান তাহলে ঐ বছরের জুলাই মাসের মধ্যে আবেদন করতে হবে(বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সময়সীমা বিভিন্ন রকম)
কিভাবে আবেদন করবেন : আগেই বলেছি প্রয়োজনীয় পেপারস গুলো সম্পর্কে,সেগুলো প্রস্তুত করে রাখবেন। তারপর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট এ যাবেন,সেখানে এ টু জেড বলা আছে।আর যেকোন সমস্যায় পড়লেতো পরিচিত বড় ভাই আছেই।আর চায়নার ম্যাক্সিমাম বিশ্ববিদ্যালয় বিভিন্ন এডুকেশন কোম্পানির সাথে চুক্তিবদ্ধ(for example-CAS,DALIAN INSHINE EDUCATION and so on)। আর এই এডুকেশন কোম্পানির অনেক রিপ্রেজেন্টেটিভ আছে,এদের মাধ্যমে আপনি সরাসরি বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ সহ বা ছাড়া ভর্তি হতে পারবেন। এজন্য অবশ্য আপনাকে সার্ভিস চার্জ দিতে হবে।তবে প্রতারক থেকে সাবধান।
উত্তর:চায়নাতে বছরে দুইটা সেমিষ্টার(মার্চ-জুলাই এবং সেপ্টেম্বর-জানুয়ারি)।মূলত চায়নাতে বিশ্ববিদ্যালয়ের সেশন শুরু হয় সেপ্টেম্বর থেকে। চায়নিজ স্টুডেন্টসরা এই সময়ে তাদের ক্লাস শুরু করে।বিদেশি স্টুডেন্টস দের ও একই সময়ে ক্লাস শুরু করতে হয়(প্রথম বর্ষের ক্লাস ১৫ থেকে ২০ দিন বা কিছুদিন দেরিতে হয় তাদের ভর্তির বিভিন্ন প্রক্রিয়া শেষ করার জন্য,বিশ্ববিদ্যালয় ভেদে এটা আলাদা হতে পারে)।বিদেশি স্টুডেন্টসরা মার্চ এ আসতে পারে কিন্তু তাদের মেজর ক্লাস এর জন্য সেপ্টেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে,মার্চ -মেজর ক্লাস শুরুর পূর্ব পর্যন্ত আপনাকে চায়নিজ ল্যাংগুয়েজ এবং কালচার শেখানো হবে।অনেক বিশ্ববিদ্যালয়ে বিদেশি স্টুডেন্টসদের মেজর ক্লাস মার্চ থেকে শুরু হয়।এমন বিশ্ববিদ্যালয়ের সংখ্যা খুবই কম।আপনি যদি মার্চে আসতে চান তাহলে তার আগের বছরের ডিসেম্বর এর মধ্যে আবেদন করতে হবে।আট আপনি যদি সেপ্টেম্বরে আসতে চান তাহলে ঐ বছরের জুলাই মাসের মধ্যে আবেদন করতে হবে(বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সময়সীমা বিভিন্ন রকম)
কিভাবে আবেদন করবেন : আগেই বলেছি প্রয়োজনীয় পেপারস গুলো সম্পর্কে,সেগুলো প্রস্তুত করে রাখবেন। তারপর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট এ যাবেন,সেখানে এ টু জেড বলা আছে।আর যেকোন সমস্যায় পড়লেতো পরিচিত বড় ভাই আছেই।আর চায়নার ম্যাক্সিমাম বিশ্ববিদ্যালয় বিভিন্ন এডুকেশন কোম্পানির সাথে চুক্তিবদ্ধ(for example-CAS,DALIAN INSHINE EDUCATION and so on)। আর এই এডুকেশন কোম্পানির অনেক রিপ্রেজেন্টেটিভ আছে,এদের মাধ্যমে আপনি সরাসরি বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ সহ বা ছাড়া ভর্তি হতে পারবেন। এজন্য অবশ্য আপনাকে সার্ভিস চার্জ দিতে হবে।তবে প্রতারক থেকে সাবধান।
লিখতে লিখতে অনেক কিছুই লিখে ফেলেছি।হয়তো আমার লেখায় ভুল থাকতে পারে, ভুল হলে সংশোধন করে দিবেন। অনেকে আমার সাথে একমত নাও হতে পারেন কারন পুরো লেখাটা আমার অভিজ্ঞতা এবং নিজস্ব অভিমত থেকে লিখেছি।লেখাটি ভালো লাগলে এবং আপনার উপকার হলে,অপরকে জানার সুযোগ করে দিন।শেয়ার করতে পারবেন কিন্তু কপি করলে লেখকের নাম উল্লেখ করতে হবে।
সবার কাছে আমি দোয়াপ্রার্থী।।।
সবার কাছে আমি দোয়াপ্রার্থী।।।
আর্টিকেল
সাব্বির আহমেদ
যন্ত্রকৌশল বিভাগ
শিনঝৌ বিশ্ববিদ্যালয়, চীন
ই-মেইল:3049259979@qq.com
যন্ত্রকৌশল বিভাগ
শিনঝৌ বিশ্ববিদ্যালয়, চীন
ই-মেইল:3049259979@qq.com
ভিডিও (দৃশ – রেকর্ড)
জায়িদ সাবিত প্রান্ত,
ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং,
এ.এম.আই.ই – ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স , বাংলাদেশ (আইইবি)
Nice
ReplyDeleteখুবই সুন্দর আর্টিকেল। প্রচুর তথ্য ও উপাত্ত রয়েছে যা সবাইকে অনেক সাহায্য করবে।
ReplyDeleteএছাড়াও ভিসা প্রসেসিং এবং প্রয়োজনীয় সকল তথ্য পেতে "Study in China from Bangladesh" এই ওয়েব পেজটি ভিজিট করতে পারেন।