ইউটিউবে সাড়া জাগিয়েছে বিয়ে পাগল গেদু নাটক । Biye Pagol Gedu Bangla Comedy Drama
খুব অল্প কয়েক দিনেই দর্শকের মন কেড়ে নিয়ে ইউটিউবে ভাল সাড়া জাগিয়েছে বিয়ে পাগল গেদু বাংলা কমেডি প্রাই ৪০ মিনিটের এই নাটকটি ।
নাটকে যারা অভিনয় করেছেন তারা জানিয়েছেন, নাটকের টিমের সবার সাথে কাজ করে তাদের অনেক ভালোলোগেছে। তারা সকলেই বন্ধুপ্রিয়। আমরা তাদের সাথে আরও কাজ করতে আগ্রহী। আমরা নতুন হিসেবে আমাদের সকলের ভুল ত্রুটি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
নাটকের পরিচালক মোঃ হৃদয় হোসেন জানিয়েছেন, প্রথমেই আমাদের "বিয়ে পাগল গেদু" নাটকের সাথে আগে পিছে যারা জড়িত আসেন তাদের সবাইকে আবারো অনেক ধন্যবাদ । ভবিষ্যতে এর থেকে আরো ভাল কাজ করতে চাই, আরো বলেন সমাজের বিত্তমান কিছু নাটক প্রেমি মহাদয়গন যারা নাটকের প্রযোজক হতে চান , তারা এগিয়ে আসলে আমরা আরো ভাল কিছু দর্শককে উপহার দিতে পারব আশা রাখি। আমরা নতুন হিসেবে আমাদের সবটুকু দিয়ে ভাল করার চেষ্টা করেছি। ছিলা না আমদের কোন হাই রেডেট ভিডিও কামেরা, প্রফেশনাল চিত্রগ্রাহক, সম্পাদক,লাইন ম্যান, লাইটিং সব ছিলাম আমরা আমরাই। তাই পরিশেষে বলতে চাই, পরবর্তী নাটকে ভাল একজন এগিয়ে আসলে, এর থেকে দিগুণ ভাল কিছু দর্শক পাবে আশাবাদী আমি ।
নাটকের সারমর্ম
গ্রামের সহজ সরল বোকা টাইপের ছেলে গেদু, তার সরলতাল সুযোগ নিয়ে সবাই তার সাথে হাসি ঠাট্টা আর রঙ রসিকতা করে । গেদুর মাথায় ভুত চাপে গেদু বিয়ে করবে কিন্তু সে কোন কাজ কর্ম করতে নারাজ।পক্ষান্তরে রয়েছে গ্রামের খেটে খাওয়া মানুষের লুকায়ির কিছু গল্প। পরিশেষে গেদু তার নিজের বিয়ের জন্য কি করতে পারে? সেটা জানতে হলে দেখতে হবে বিয়ে পাগল গেদু Biye Pagol Gedu.
বিনোদন কে না পছন্দ করে। ব্যস্ততার জীবনে কর্মুক মানুষগুলোকে প্রাণবন্ত রাখতে জীবনে বিনোদন থাকাটা জরুরী। তা হতে পারে গান,নাচ কিংবা নাটক। ভেড়ামারাবাসী নিঃসন্দেহে বিনোদন প্রিয়। কুষ্টিয়ার ভেড়ামারার কিছু চেনা মুখ নিয়ে, তাদের অভিনয়ের মাধ্যমে ফুটিয়ে তুলেছে গ্রাম্য এই "বিয়ে পাগল গেদু" নাটকটি । ঈদুল আযহা'র উপলক্ষে নাটকটি জায়িদ সাবিত প্রান্ত'র অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয় । তারা নতুন অভিনয় শিল্পি হিসেবে বেশ ভাল অভিনয় করে দর্শকের মন কেড়েছে।
দাদা ফিল্ম'স এর প্রযোজনায়, গ্রাম্য কমিডি নাটকটিতে অভিনয় করেছেন ভেড়ামারার'ই কিছু চেনা মুখ। জায়িদ সাবিত প্রান্ত, ফারজানা মিমি, সুমাইয়া আমিন মুন, মুঞ্জুয়ারা ইসলাম, মোঃ নাজমুল হুসাইন, মোঃ মোমিনুল ইসলাম,নাইম ইসলাম সজল ,ফাহিম,জীম,বাবু,সহ আরও অনেকেই। রচনা ও পরিচালনায়: মোঃ হৃদয় হোসেন, প্রযোজক : মোঃ আরিফুল ইসলাম আরিফ। এবং ক্যামেরাতে ছিলেন: মোঃ হাবিবুর রহমান।
দাদা ফিল্ম'স এর প্রযোজনায়, গ্রাম্য কমিডি নাটকটিতে অভিনয় করেছেন ভেড়ামারার'ই কিছু চেনা মুখ। জায়িদ সাবিত প্রান্ত, ফারজানা মিমি, সুমাইয়া আমিন মুন, মুঞ্জুয়ারা ইসলাম, মোঃ নাজমুল হুসাইন, মোঃ মোমিনুল ইসলাম,নাইম ইসলাম সজল ,ফাহিম,জীম,বাবু,সহ আরও অনেকেই। রচনা ও পরিচালনায়: মোঃ হৃদয় হোসেন, প্রযোজক : মোঃ আরিফুল ইসলাম আরিফ। এবং ক্যামেরাতে ছিলেন: মোঃ হাবিবুর রহমান।
নাটকে যারা অভিনয় করেছেন তারা জানিয়েছেন, নাটকের টিমের সবার সাথে কাজ করে তাদের অনেক ভালোলোগেছে। তারা সকলেই বন্ধুপ্রিয়। আমরা তাদের সাথে আরও কাজ করতে আগ্রহী। আমরা নতুন হিসেবে আমাদের সকলের ভুল ত্রুটি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
নাটকের পরিচালক মোঃ হৃদয় হোসেন জানিয়েছেন, প্রথমেই আমাদের "বিয়ে পাগল গেদু" নাটকের সাথে আগে পিছে যারা জড়িত আসেন তাদের সবাইকে আবারো অনেক ধন্যবাদ । ভবিষ্যতে এর থেকে আরো ভাল কাজ করতে চাই, আরো বলেন সমাজের বিত্তমান কিছু নাটক প্রেমি মহাদয়গন যারা নাটকের প্রযোজক হতে চান , তারা এগিয়ে আসলে আমরা আরো ভাল কিছু দর্শককে উপহার দিতে পারব আশা রাখি। আমরা নতুন হিসেবে আমাদের সবটুকু দিয়ে ভাল করার চেষ্টা করেছি। ছিলা না আমদের কোন হাই রেডেট ভিডিও কামেরা, প্রফেশনাল চিত্রগ্রাহক, সম্পাদক,লাইন ম্যান, লাইটিং সব ছিলাম আমরা আমরাই। তাই পরিশেষে বলতে চাই, পরবর্তী নাটকে ভাল একজন এগিয়ে আসলে, এর থেকে দিগুণ ভাল কিছু দর্শক পাবে আশাবাদী আমি ।
নাটকের সারমর্ম
গ্রামের সহজ সরল বোকা টাইপের ছেলে গেদু, তার সরলতাল সুযোগ নিয়ে সবাই তার সাথে হাসি ঠাট্টা আর রঙ রসিকতা করে । গেদুর মাথায় ভুত চাপে গেদু বিয়ে করবে কিন্তু সে কোন কাজ কর্ম করতে নারাজ।পক্ষান্তরে রয়েছে গ্রামের খেটে খাওয়া মানুষের লুকায়ির কিছু গল্প। পরিশেষে গেদু তার নিজের বিয়ের জন্য কি করতে পারে? সেটা জানতে হলে দেখতে হবে বিয়ে পাগল গেদু Biye Pagol Gedu.
যারা নাটকটি এখনো দেখেননি তারা নিচের দেয়া লিখ থেকে এখনি দেখে নিন এবং কেমন লাগলো কমেন্ট করে জানান
Comments
Post a Comment