খুব অল্প কয়েক দিনেই দর্শকের মন কেড়ে নিয়ে ইউটিউবে ভাল সাড়া জাগিয়েছে বিয়ে পাগল গেদু বাংলা কমেডি প্রাই ৪০ মিনিটের এই নাটকটি । বিনোদন কে না পছন্দ করে। ব্যস্ততার জীবনে কর্মুক মানুষগুলোকে প্রাণবন্ত রাখতে জীবনে বিনোদন থাকাটা জরুরী। তা হতে পারে গান,নাচ কিংবা নাটক। ভেড়ামারাবাসী নিঃসন্দেহে বিনোদন প্রিয়। কুষ্টিয়ার ভেড়ামারার কিছু চেনা মুখ নিয়ে, তাদের অভিনয়ের মাধ্যমে ফুটিয়ে তুলেছে গ্রাম্য এই " বিয়ে পাগল গেদু" নাটকটি । ঈদুল আযহা'র উপলক্ষে নাটকটি জায়িদ সাবিত প্রান্ত 'র অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয় । তারা নতুন অভিনয় শিল্পি হিসেবে বেশ ভাল অভিনয় করে দর্শকের মন কেড়েছে। দাদা ফিল্ম'স এর প্রযোজনায়, গ্রাম্য কমিডি নাটকটিতে অভিনয় করেছেন ভেড়ামারার'ই কিছু চেনা মুখ। জায়িদ সাবিত প্রান্ত, ফারজানা মিমি, সুমাইয়া আমিন মুন, মুঞ্জুয়ারা ইসলাম, মোঃ নাজমুল হুসাইন, মোঃ মোমিনুল ইসলাম,নাইম ইসলাম সজল ,ফাহিম,জীম,বাবু,সহ আরও অনেকেই। রচনা ও পরিচালনায়: মোঃ হৃদয় হোসেন, প্রযোজক : মোঃ আরিফুল ইসলাম আরিফ। এবং ক্যামেরাতে ছিলেন: মোঃ হাবিবুর রহমান। নাটকে যারা অভিনয় করেছেন তারা জানিয়েছেন, নাটকের টিমের...
Comments
Post a Comment