জুয়ারি কাশেম বাংলা নাটকটি সামাজিক ইতিবাচক প্রভাভ নিয়ে নির্মিত হয়েছে
ঠিক এমনটি ভেবে বর্তমান সমাজের তরুন নির্মাতা মোঃ হৃদয় হোসেন পরিচালিত , দাদা ফিল্ম'স এর প্রযোজনায় নির্মিত হয়েছে বাংলা নতুন নাটক জুয়ারি কাশেম - Juari Kashem । নাটকটির স্লোগান ছিল ঃ
"আমাদের সমাজে অনেকেই জুয়া নামক নেশায় হয়েছে সর্বশান্ত
এমন একটি নেশা কেড়ে নিতে পারে একটি পরিবারের সুখের অবলম্ববন।"
নাটকটির মাধ্যমে একটি সামাজিক ব্যাধির সচেতন ও ইতিবাচক বার্তা ফুটে উঠছে । যেখানে কাশেম হল একজন পেশাদার জুয়াড়ি। একজন জুয়াড়ী তার পরিবারে কী ধরনের প্রতিকূল প্রভাব ফেলতে পারে তা এই গল্পের মূল বিষয় ।
নাটকটিতে প্রানবন্ত স্বচ্ছ অভিনয় করেছে তরুন শিল্পীরাঃ জায়িদ সাবিত প্রান্ত, অনামিকা ইসলাম
বৈশাখী, নাঈম ইসলাম সজল, সুমাইয়া আমিন মুন, ফারিয়া হোসেন প্রমি, নাজমুল হুসাইন, জান্নাতুল মাওয়া আন্নাবা (শিশু শিল্পী), মোঃমমিনুল ইসলাম, মঞ্জুয়ারা ইসলাম, হৃদয়, আরিফ, আসিফ, সুমন, বাবু, জিম সহ আরো অনেকে । দর্শকের মন কেড়ে নিয়েছে এই একগুচ্ছও শিল্পীরা ।
সম্পূর্ণ নাটকটি দেখুন এখানে ক্লিক করে ঃ https://youtu.be/ot7OgY_bJc4
Comments
Post a Comment