জুয়ারি কাশেম বাংলা নাটকটি সামাজিক ইতিবাচক প্রভাভ নিয়ে নির্মিত হয়েছে

বিনোদন কে না পছন্দ করে আর সেটা যদি হয় সামাজিক ইতিবাচকমূলক তাহলে তো কথায় থাকেনা । ব্যস্ততার জীবনে কর্মুক মানুষগুলোকে প্রাণবন্ত রাখতে জীবনে বিনোদন থাকাটা জরুরী, তার সাথে সাথে মানুষ চাই বিনোদনের সাথে একটা পজেটিভ মেসেজ। তা হতে পারে গান,নাচ, সিনেমা কিংবা নাটকের মাধ্যমে । 
     


    ঠিক এমনটি ভেবে বর্তমান সমাজের তরুন নির্মাতা মোঃ হৃদয় হোসেন পরিচালিত , দাদা ফিল্ম'স এর প্রযোজনায় নির্মিত হয়েছে বাংলা নতুন নাটক জুয়ারি কাশেম - Juari Kashem । নাটকটির স্লোগান ছিল ঃ 

"আমাদের সমাজে অনেকেই জুয়া নামক নেশায় হয়েছে সর্বশান্ত

এমন একটি নেশা কেড়ে নিতে পারে একটি পরিবারের সুখের অবলম্ববন।"

নাটকটির মাধ্যমে একটি সামাজিক ব্যাধির সচেতন ও ইতিবাচক বার্তা ফুটে উঠছে । যেখানে কাশেম হল একজন পেশাদার জুয়াড়ি। একজন জুয়াড়ী তার পরিবারে কী ধরনের প্রতিকূল প্রভাব ফেলতে পারে তা এই গল্পের মূল বিষয় । 

নাটকটিতে প্রানবন্ত স্বচ্ছ অভিনয় করেছে তরুন শিল্পীরাঃ জায়িদ সাবিত প্রান্ত, অনামিকা ইসলাম বৈশাখী, নাঈম ইসলাম সজল, সুমাইয়া আমিন মুন, ফারিয়া হোসেন প্রমি, নাজমুল হুসাইন, জান্নাতুল মাওয়া  আন্নাবা (শিশু শিল্পী), মোঃমমিনুল ইসলাম, মঞ্জুয়ারা ইসলাম, হৃদয়, আরিফ, আসিফ, সুমন, বাবু, জিম সহ আরো অনেকে । দর্শকের মন কেড়ে নিয়েছে এই একগুচ্ছও শিল্পীরা । 

সম্পূর্ণ নাটকটি দেখুন এখানে ক্লিক করে ঃ 
https://youtu.be/ot7OgY_bJc4



পরিচালক মোঃ হৃদয় হোসেন জানিয়েছেন ভবিষ্যতে আর্থিক ভাবে ভাল সহযোগিতা পেলে আরো ভাল কিছু নাটক নিয়ে উপস্থিত হব দর্শকের মাঝে । 


Comments

Popular posts from this blog

চায়নাতে পড়াশোনা সম্পর্কে খুঁটিনাটি বিষয় । ১০০% স্কলারশিপ নিয়ে পড়াশোনা করতে যেতে ?

ইউটিউবে সাড়া জাগিয়েছে বিয়ে পাগল গেদু নাটক । Biye Pagol Gedu Bangla Comedy Drama

অনলাইন ইনকাম এখন থেকেই ভিউট্রাকার সাইট থেকে সহজেই আয় করুন ঘরে বসে খুব সহজে