২০১৩-২০১৪ সালের হালনাগাদে ভোটার নিবন্ধন হয়েছেন কিন্তু জাতীয় পরিচয় পত্র পাননি?



যারা ২০১৩-২০১৪ সালের হালনাগাদে কর্মসূচীর মাধ্যমে ভোটার হিসাবে নিবন্ধন হয়েছে কিন্তু জাতীয় পরিচয় পত্র নম্বর পাননি তারা জাতীয় পরিচয় বিবরণী জানতে “ভোটার তথ্য” মেনুতে গিয়ে আপনার কাছে রক্ষিত ফর্ম নম্বর (রশিদ ফর্ম) এবং আপনার জন্ম তারিখ ও ক্যাপচা প্রদানের মাধ্যমে আপনার জাতীয় পরিচয় পত্র নম্বর টি জেনে নিন অত:পর “রেজিষ্টার” মেনুতে গিয়ে প্রয়োজনী তথ্য দিয়ে অন-লাইন সেবার জন্য রেজিষ্টেশন সম্পন্ন করুন।পরবর্তীতে “লগইন” মেনুতে গিয়ে আপনার ইউজার পাসওয়ার্ড দিয়ে লগইন করে “পরিচয় বিবরণী” মেনুতে গিয়ে আপনার পরিচয় বিবরণী দেখুন।

Comments

Popular posts from this blog

চায়নাতে পড়াশোনা সম্পর্কে খুঁটিনাটি বিষয় । ১০০% স্কলারশিপ নিয়ে পড়াশোনা করতে যেতে ?

অনলাইন ইনকাম এখন থেকেই ভিউট্রাকার সাইট থেকে সহজেই আয় করুন ঘরে বসে খুব সহজে

ইউটিউবে সাড়া জাগিয়েছে বিয়ে পাগল গেদু নাটক । Biye Pagol Gedu Bangla Comedy Drama