৯ টাকায় ১ জিবি ইন্টারনেট ও ৯ টাকা রেচার্জে ০.৫ পয়সা/সেকেন্ড অথবা ১ পয়সা/সেকেন্ড কল রেট

৯ টাকায় ১ জিবি ইন্টারনেট ও ৯ টাকা রেচার্জে ০.৫ পয়সা/সেকেন্ড অথবা ১ পয়সা/সেকেন্ড কল রেট





এই অফারটি কেবলমাত্র রবির বন্ধ প্রিপেইড সংযোগ গ্রাহকদের জন্য প্রযোজ্য।
 
ক্যাম্পেইনের সময়কাল
 
২৮ই অগাস্ট, ২০১৫ থেকে পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত

১ জিবি ইন্টারনেট শুধুমাত্র ৯ টাকায়
 
- এই বিশেষ আনলিমিটেড ইন্টারনেট প্যাকটি শুধুমাত্র এই অফারের উপযুক্ত গ্রাহকদের জন্য।
- এই প্যাকের মেয়াদ ক্রয়ের তারিখ হতে ১০ দিন।

- ক্যাম্পেইন চলাকালে, গ্রাহকরা ১০ দিনে এই প্যাকটি শুধুমাত্র একবার ক্রয় করতে পারবেন। 
- মেয়াদ থাকাকালীন গ্রাহকরা এই প্যাকটি প্রতিদিন রাত ১২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ব্যবহার করতে পারবেন।
- এই প্যাকটি ক্রয় করতে গ্রাহকদের *৮৬৬৬*০৯# নাম্বারে ডায়াল করতে হবে।
- প্যাকের মূল্য ৯ টাকা + (সম্পূরক শুল্ক + সম্পূরক শুল্কসহ ট্যারিফের উপর ভ্যাট)।
- ডাটা ব্যালেন্স চেক করতে গ্রাহকদের *৮৪৪৪*৮৮# নম্বরে ডায়াল করতে হবে।

 

৯ টাকা রিচার্জে আধা পয়সা/সেকেন্ড কল রেট রবি নম্বরে এবং এক পয়সা/সেকেন্ড কল রেট অন্য অপারেটরের নম্বরে
 
- এই বিশেষ ট্যারিফ লাভ করতে গ্রাহকদের শুধুমাত্র ৯ টাকা রিচার্জ করতে হবে। 

- ক্যাম্পেইন চলাকালে গ্রাহকরা যত খুশি ততবার এই বিশেষ ট্যারিফ লাভ করতে পারবেন।
- ৯ টাকা রিচার্জের পর মেয়াদ ১০ দিন।
- যে কোন রবি নম্বরে ০.৫ পয়সা/সেকেন্ড।
- অন্য অপারেটরের নম্বরে ১ পয়সা/সেকেন্ড।
- যদি কোন গ্রাহক ৯ টাকা রিচার্জ না করে থাকে, সেই ক্ষেত্রে সে যেকোনো লোকাল অপারেটারে ১৬ পয়সা/১০ সেকেন্ড ভয়েস ট্যারিফ এবং ৫০ পয়সা প্রতি এসএমএস রেট উপভোগ করবেন।
- যদি কোন গ্রাহক অন্য যেকোনো ট্যারিফ প্ল্যানে মাইগ্রেট করেন, তবে তিনি আর এই অফারের বিশেষ ট্যারিফ প্ল্যানের যোগ্য বলে বিবেচিত হবেন না।

 

অন্যান্য শর্ত
 
- গ্রাহকরা ৯ টাকা রিচার্জে ১ জিবি ইন্টারনেট পাবেন এবং তাঁদের রবি প্রিপেইড নম্বর (এসএমই, উদ্যোক্তা এবং ইজিলোড ব্যতীত) ব্যবহারের ৭২ ঘণ্টার মধ্যে বিশেষ কল ট্যারিফ পাবেন।
- বন্ধ সংযোগের গ্রাহকরা তাঁদের বন্ধ সিম দিয়ে যেকোনো আউটগোয়িং কল, এসএমএস অথবা অন্য যে কোন রাজস্ব জেনারেট করার কার্যকলাপের মাধ্যমে রিঅ্যাক্টিভ হতে পারবেন। 
- উপযুক্ততা চেক করতে, গ্রাহকরা যেকোনো রবি নম্বর থেকে নিম্নোক্ত ফরম্যাটটি ফ্রি এসএমএস করতে পারবেন: A(space)018XXXXXXXX লিখে ৮০৫০ নম্বরে পাঠিয়ে দিন। 
- সকল মূল্যের উপর সম্পূরক শুল্ক + সম্পূরক শুল্কসহ ট্যারিফের উপর ভ্যাট প্রযোজ্য।
- এই অফারটি পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত চলবে।

Comments

Popular posts from this blog

চায়নাতে পড়াশোনা সম্পর্কে খুঁটিনাটি বিষয় । ১০০% স্কলারশিপ নিয়ে পড়াশোনা করতে যেতে ?

ইউটিউবে সাড়া জাগিয়েছে বিয়ে পাগল গেদু নাটক । Biye Pagol Gedu Bangla Comedy Drama

অনলাইন ইনকাম এখন থেকেই ভিউট্রাকার সাইট থেকে সহজেই আয় করুন ঘরে বসে খুব সহজে