প্রতিদিন চার ঘন্টা কাজ করে আয় করুন মাসে ১৫০-১৮০$ (Gurrenteed)
যারা অনলাইনে নতুন এবং কাজ শুরু করবেন ভাবছেন তাদের উপকার করার জন্য লিখা লিখি শুরু করে দিলাম। এটাই আমার প্রথম টিউন তাই কোন ভুল হয়ে গেলে নিজ গুনে ক্ষমা করে দিবেন। আর কিছু বুঝতে না পারলে জানাবেন।
Captcha entry কাজ করে ইনকাম করুন !!!
╝এই কাজ করতে কোন অভিজ্ঞতার দরকার নেই। ইংরেজি টাইপিং স্পিড ১৫-২০WPM হলেই এই কাজ শুরু করতে পারবেন।
কিভাবে কাজ করবো?
প্রথমেই জেনে রাখা ভাল যে ক্যাপচা এন্ট্রি কাজ করার জন্য ২৫-৩০ টি Paying সার্ভার আছে, তার মধ্যে কিছু সাইটের নাম নিচে দিলাম।
1.Qlinkgroup.com
- Captchatypers.com
3.kolotibablo.com
- Gogetsome.net
- 2captcha.com
- Megatypers.com
7.Pixandprofit.com
- Fastyper.org
- Captchaguru.net
- Captcha24.com ইত্যাদি।
বকর বকর না করে চলুন কাজ শুরু করে দেই
কাজ শুরু করার জন্য প্রথমে আপনাকে যে সাইটে কাজ করবেন সেই সাইটে রেজিস্ট্রেশান করতে হবে।
রেজিস্ট্রেশান ২ প্রকার,
১. অ্যাডমিন প্যানেল রেজিস্ট্রেশান।(সার্ভার মালিকের কাছ থেকে অ্যাডমিন প্যানেল নিয়ে নিজে ওয়রকার আইডি তৈরি করে কাজ করতে পারবেন)
২. সিঙ্গেল একাউন্ট রেজিস্ট্রেশান।(মেইল এবং পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশান করে কাজ করতে পারবেন)
Qlinkgroup, Captchatypers, Fasttypers
এই সার্ভার গুলতে কাজ করতে গেলে এডমিন প্যানেল নিয়ে কাজ করতে হবে।
আর অপরদিকে
Gogetsome , Kolotibablo, Megatypers, Captcha24, Pixandprofit
এইসব সার্ভারে কাজ করতে হলে আপনাকে একাউন্ট রেজিস্ট্রেশান করতে হবে।
তবে 2captcha.com এই সাইটের বিশেষত্ব হল আপনার রেফারাল থেকে কাজ না করেই কমিশন পেতে পারেন।
কিভাবে ইনকাম হবে?
রেজিস্ট্রেশান করার পরে সেই সাইটের অফিসিয়াল সফটওয়্যার ডাউনলোড করে কাজ করতে পারেন। অথবা এই লিঙ্কে ক্লিক করে weiwei সফটওয়্যার টি ডাউনলোড করে নিন, এটাতে সব সার্ভারে কাজ করতে পারবেন।
আমার মতে সব চাইতে ভাল সফটওয়্যার Captchapro কিন্তু এটা ০.৫০$(পঞ্চাশ সেন্ট) দিয়ে কিনতে হয়। যাই হোক কাজ করার জন্য আপনাকে সফটওয়্যার এ Add id তে ক্লিক করে আইডি পাসওয়ার্ড দিয়ে এবং সার্ভার নির্বাচন করে Start work বাটনে ক্লিক করলেই কাজ শুরু হয়ে যাবে। সফটওয়্যার আপনাকে যে ইংলিশ অক্ষর গুলো Show করবে আপনি সেগুলো লিখবেন। পরে আবার সার্ভারে লগইন করে আপনার কাজের বিস্তারিত দেখতে পারবেন।
সব সাইটের অ্যাডমিন সার্ভার থেকে সব সময় দেয় না। তাই অ্যাডমিন প্যানেল পেতে আমাকে বলতে পারেন। আমি অবশ্যই আপনাদের সহযোগিতা করবো।
প্রথমে আপনার টাইপিং স্পিডের কারনে ইনকাম একটু কম হলেও পরবর্তীতে প্রতিদিন ৫-৮$ আয় করতে পারবেন, কি? বিশ্বাস হচ্ছে না?
আমার Qlinkgroup.com এ ১ ঘন্টার আয় দেখুন।
অধিকাংশ সার্ভারেই রাতের বেলায় ০.৮০/0.৯০$ থেকে ১.২০$/K রেট থাকে। সুতারাং ২০০০ ক্যাপচা করলে মিনিমাম ১.৫০$ প্রতি ঘন্টায় কাজ করা সম্ভব। এখন আপনি যদি প্রতিদিন চার ঘণ্টাও কাজ করেন তাহলে আপনার ইনকাম ১.৫X৪=৬$ মিনিমাম।
কিভাবে Cash Out করবো/ টাকা হাতে পাব?
ক্যাপচা সাইট গুলো Perfectmoney, Webmoney, Nettelar, Paypal, Payza এগুলোতে পেমেন্ট দিয়ে থাকে।
উইড্র করলে অথবা অটোমেটিক পে করলে Perfectmoney, Webmoney, Nettelar, Paypal, Payzaতে ডলার ঢুকলে সহজ পদ্ধতিতে সেল করে বিকাশে টাকা নিতে পারবেন। সেল করার জন্য একটু খুজলেই বিশ্বস্ত লোক পেয়ে জাবেন, না পেলে আমার কাছ থেকে হেল্প নিতে পারেন।
সবার সুস্বাস্থ্য এবং সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করে আজকের টিউন এখানেই শেষ করছি, দোয়া করবেন, পরবর্তীতে আপনাদের জন্য যেন আরও ভালো ইনকাম টিপস নিয়ে হাজির হতে পারি। ফেসবুক এ আমি। খোদা হাফেজ। Happy earning!!!
এই টিউন টি সর্বপ্রথম প্রকাশিত হয়েছিল এখানে রেগুলার প্রয়োজনীয় earning tips পেতে সাথেই থাকুন।
আপনার ফোন নাম্বার দেন
ReplyDeleteভাই একটা পেপাল একাউন্ট খুলে দিয়ে পারবেন আমায়?
ReplyDelete