Study cost in china - চায়নাতে পড়াশোনার যাবতীয় খরচ 💲💰
আজকে লিখবো চীনে আসার যাবতীয় খরচ সম্পর্কে , এটা একটা খুব কমন প্রশ্ন । মূলত চাইনিজ স্কলারশীপ এই আগ্রহের কেন্দ্র বিন্দু । তাই সবাই চায় এই সুযোগ টা লুফে নিতে । কথা না বাড়িয়ে চলে যাই কাজের কথায় । প্রশ্ন ০১) কত টাকা খরচ হবে? উত্তর: ১.খরচের মধ্যে প্রধান খরচ হচ্ছে আপনার পেপারস প্রস্তুত করতে, যেমন-পাসপোর্ট এর জন্য ৩৪৫০ টাকা,পুলিশ ক্লিয়ারেন্স এর জন্য ৫০০ টাকা + পুলিশকে যত টাকা দিয়ে খুশি করতে পারেন,মেডিকেলের জন্য ৭০০০ টাকা,ইংলিশ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট এর জন্য ৩০০০ টাকা,কলেজের রেজি স্টার অফিসের কিছু খরচ মোটামুটি ২০০০০ টাকা মত ধরে রাখেন পেপারস প্রস্তুত করতে। ১,১) নোটারি : অনেক ইউনিভার্সিটি আবেদনকারীদের যাবতীয় সার্টিফিকেট নোটারী করে সাবমিট করতে বলে। সে ক্ষেত্রে আপনি আপনার যাবতীয় পেপারস নিয়ে চলে যাবেন আপনার এলাকার আদালত এরিয়া তে সেখানে যেকোন এডভোকেট থেকে আমার নোটারি করতে প্রতি পেপার 20 টাকা লেগেছে। ০২) বিশ্ববিদ্যালয়ের আবেদন ফিঃ এরপর আপনাকে এপ্লিকেশন ফিস বাবদ ১০০০০ টাকা খরচ করতে হবে একটি বিশ্ববিদ্যালয় এ এপ্লাই করতে।যত বেশি বিশ্ববিদ্যালয়ে এপ্লাই করবেন তত বেশি টাকা খরচ হব...