Posts

Showing posts from May, 2016
Image
আমেরিকার ডিভি ভিসা লটারি ২০১৭ সূত্র:  অনেকের মনের ছোট্ট কোণে বাস করে স্ট্যাচু অব লিবার্টি ছোঁয়ার প্রবল ইচ্ছা। কিন্তু সাধ, সাধ্য আর বৈদেশিক আইন-কানুনের বাধা পেরোতে গিয়ে অনেকের সেই সাধ অপূর্ণই থেকে যায়। তবে ডিভি লটারির কল্যাণে প্রতি বছর ভাগ্যবানদের জন্য একটি বড় সুযোগ আসে। প্রতি বছরের মতো এ বছরও শুরু হয়েছে অনলাইনে ডিভি লটারির আবেদন কার্যক্রম। ভাগ্যবান হলে এবারও হয়তো অনেকের যুক্তরাষ্ট্র যাওয়ার অপূর্ণ স্বপ্ন পূরণ হতে পারে। ডিভি লটারির মাধ্যমে পাওয়া ভিসার আওতায় এ পর্যন্ত প্রায় ৪০ হাজার বাংলাদেশি স্বপ্নের দেশ যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছে। ডিভি লটারি হচ্ছে যুক্তরাষ্ট্রের কংগ্রেস অনুমোদিত অভিবাসী ভিসা কর্মসূচি। প্রতি বছর মার্কিন পররাষ্ট্র দপ্তর এ লটারির আয়োজন করে। বিশ্বজুড়ে মোট ছয়টি ভৌগোলিক অঞ্চলের অধিবাসীদের ভিসা দেওয়া হয়। আর বেশি ভিসা দেওয়া হয় যুক্তরাষ্ট্রের যেসব এলাকায় মানুষজন কম বসবাস করে সেসব এলাকার জন্য। জানা গেছে, গত পাঁচ বছরে বিশ্বের যেসব দেশ যুক্তরাষ্ট্রে ৫০ হাজারের বেশি লোক পাঠিয়েছে সেসব দেশের নাগরিকদের আর ভিসা দেওয়া হবে না। ফলে এবার ভারত, পাকিস্তান, চীন, ব্রাজিল,...